বাগডোগরা, ১৯ ফেব্রুয়ারি: গাড়ির চালকদের টার্গেট করে ছিনতাইচক্র সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার বাগডোগরার ৩১ নম্বর জাতীয় সড়কের মুনি চাবাগান এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক ব্যক্তি যাত্রী সেজে অটোতে ওঠার পর মাঝপথে চালকের গলা চেপে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে উপস্থিত বুদ্ধিতে রক্ষা পান চালক।

বিহার মোড় থেকে হাঁসখোয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিলেন বাগডোগরা ভুজিয়াপানির অটো চালক বিধূভূষণ দেবনাথ। পথিমধ্যে মুনি চাবাগানের কাছে অটো দাঁড় করিয়ে যাত্রীবেশী এক দুষ্কৃতী চালকের গলা চেপে ধরে এবং তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে চালক সুযোগ বুঝে ছিনতাইকারীর হাত কামড়ে দেন এবং ব্যাগটি চাবাগানের দিকে ছুঁড়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতী চালকের মাথায় পাথর ছুড়ে আঘাত করে, ফলে তিনি গুরুতর আহত হন।

দুষ্কৃতী টাকা না পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে নিয়ে যান, সেখানে তার মাথা ও হাতে আঘাতের চিকিৎসা করা হয়।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সন্ধানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে বেড়ে চলেছে, তাই টোটো ও অটো চালকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।