হলদিবাড়ি, ২৭ ফেব্রুয়ারি : মাত্র দুই টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন হলদিবাড়ি বাজারের চাষিরা। টমেটোর দাম এতটাই কমে গেছে যে চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছেন, আর ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন না।
গত বছর টমেটোর দাম ধাপে ধাপে বেড়ে উচ্চমূল্যে বিক্রি হয়েছিল। সে সময় চাষিরা লাভবান হয়েছিলেন, ব্যবসায়ীরাও বিভিন্ন রাজ্যে টমেটো রপ্তানি করে ভালো আয় করেছিলেন। কিন্তু এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বাজারে টমেটোর চাহিদা নেই, পাশাপাশি অন্যান্য রাজ্যেও রপ্তানির সুযোগ কম। ফলে বাজারে টমেটোর দর দুই থেকে আড়াই টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

হলদিবাড়ি বাজারের টমেটো ব্যবসায়ী রাহুল সরকার বলেন, “আমরা দুই থেকে আড়াই টাকা কেজি দরে টমেটো কিনছি, কিন্তু বাইরে পাঠাতে পারছি না। চাহিদা নেই বললেই চলে। আপাতত দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই।”
অন্যদিকে, টমেটো চাষিরা বলছেন, এই দামে ফসল বিক্রি করে উৎপাদন খরচও ওঠানো সম্ভব নয়। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, বাজারে টমেটোর উৎপাদন বেশি হলে এবং চাহিদা কম থাকলে স্বাভাবিকভাবেই দাম কমে যায়। তবে পরবর্তী সময়ে কোনো কারণে সরবরাহ কমে গেলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপাতত চাষি ও ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এখন দেখার বিষয়, সরকার বা স্থানীয় প্রশাসন চাষিদের এই দুর্দশা লাঘবে কোনো পদক্ষেপ নেয় কি না।