জলপাইগুড়িতে মহিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ; প্রতিযোগিতায় অংশ নেবে একাধিক জেলা

জলপাইগুড়ি : মহিলা ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে জলপাইগুড়ি মিলন সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে “বিধূভূষণ দেব চ্যাম্পিয়ন ও রবীন্দ্রনাথ মিত্র রানার্স উত্তরবঙ্গ মহিলা ফুটবল টুর্নামেন্ট”। আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মিলন সংঘের মাঠে চলবে এই প্রতিযোগিতা।

এবারের টুর্নামেন্টে নবদ্বীপ, উত্তর ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, নদীয়া, কোচবিহার এবং জলপাইগুড়ির দুটি দল অংশগ্রহণ করতে চলেছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা শুধু স্থানীয় প্রতিভাদের মেলে ধরার সুযোগ দেবে না, বরং মহিলা ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহ তৈরি করবে।

ক্লাব সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, “গতবারের সাফল্যের পর এবার আমরা আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করছি। উত্তরবঙ্গের ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি বড় আকর্ষণ হতে চলেছে।প্রতিযোগিতার বিজয়ী দল ট্রফি ছাড়াও পাবে পঁচিশ হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য থাকছে ট্রফি এবং পনেরো হাজার টাকা প্রাইজ মানি। এছাড়াও থাকছে একাধিক পুরস্কার

Second edition of women's football tournament in Jalpaiguri; multiple districts to participate in the competition

টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতি প্রায় শেষের পথে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচই জমজমাট হতে চলেছে এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস নতুন মাত্রা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *