শিলিগুড়ি: অবৈধভাবে বালি পাচার রুখতে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে খাপরাইল মোড়ে অভিযান চালিয়ে দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশের গোয়েন্দা বিভাগ। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মাটিগাড়া থানার গোয়ালজোতের দুই বাসিন্দা, ট্রাক্টর চালক সঞ্জীব বর্মন ও বঙ্কিম বর্মনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই রাতে আরও দুটি বালি বোঝাই ডাম্পার আটক করেছে মাটিগাড়া থানার পুলিশ। বালাসন নদী থেকে বেআইনিভাবে বালি নিয়ে আসার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকেরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ডাম্পার দুটি আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালি তোলার চক্র সক্রিয়। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক গাড়িগুলির বৈধ নথিপত্র খতিয়ে দেখার পর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে মাটিগাড়া থানার পুলিশ।
