পুলিশ সেজে মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ধৃত দুই তৃণমূল কর্মী

বিশ্বজিৎ নাথ : পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ধৃত দুই তৃণমূল কর্মী। নিউ ব্যারাকপুর থানার ৮ নম্বর রেলগেট এলাকায় শুক্রবার ভোরে ঘটে এই ঘটনা।

অভিযোগ, এক মাছ ব্যবসায়ী বারাসাত থেকে ভ্যানে করে মাছ কিনে ফিরছিলেন, তখন দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক ক্যারেট (প্রায় ৪০ কেজি) মাছ ছিনিয়ে নেয়। একই কায়দায় সবজি কিনতে যাওয়া এক ব্যবসায়ীর কাছ থেকেও সাড়ে ছ’হাজার টাকা ছিনিয়ে নেয় তারা

Two Trinamool activists arrested for allegedly stealing fish and money while posing as police

ভুক্তভোগীরা নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুই যুবককে শনাক্ত করে পুলিশ। ধৃতরা হল সায়ন হালদার ও সুগত বিশ্বাস, দুজনেই তৃণমূল কর্মী বলে জানা গেছে।

তবে এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জানতে চাইছে, এটি নিছক ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো চক্র সক্রিয় রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *