জলপাইগুড়িতে বাসন্তী পুজোর বিশেষ আকর্ষণ বাঁকুড়ার ডোকরা শিল্প

জলপাইগুড়ি: খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো হিমাচল ক্লাব ও মহিলা সেবা সমিতির সার্বজনীন বাসন্তী পুজোর প্রস্তুতি। রবিবার, সেবাগ্রাম এলাকায় পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়।

৪০তম বর্ষে পদার্পণ করা এই বাসন্তী পুজোর বিশেষ আকর্ষণ বাঁকুড়ার ডোকরা শিল্প। এবারের মণ্ডপ সজ্জায় দক্ষ নর্থ বেঙ্গলের শিল্পীরা কাজ করবেন। আনুমানিক বাজেট ৭ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

The special attraction of Basanti Puja in Jalpaiguri is the Dokra art of Bankura

পুজো কমিটির সদস্য অনিতা মুখার্জি জানান, “প্রতিবছরের মতো এবারও আমরা ধুমধাম করে বাসন্তী পুজো উদযাপন করব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য ভোগ বিতরণ, প্রতিযোগিতা ও নানা সমাজসেবামূলক কর্মসূচি থাকবে।”

এদিনের খুঁটি পুজোয় কমিটির মহিলা সদস্যদের পাশাপাশি পাড়ার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পুজো উদ্যোক্তাদের আশা, এবারের বাসন্তী পুজো ভক্তদের কাছে এক অনন্য আকর্ষণ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *