শিলিগুড়ি: সাতসকালে চাঞ্চল্য দাগাপুরের ডামরাগ্রামে। একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহানন্দা ওয়াইল্ড লাইফের বনকর্মীরা।

সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বনকর্মীরা। প্রথমে চিতাবাঘটিকে শান্ত করার চেষ্টা করা হয়, এরপর দড়ি ও খাঁচার সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করা হয়। বন দপ্তরের সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চিতাবাঘটি সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণের পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বন দপ্তরের এক আধিকারিক বলেন, “শহরের কাছাকাছি বনাঞ্চলে চিতাবাঘের দেখা পাওয়ার ঘটনা নতুন নয়। খাবারের সন্ধানে এরা লোকালয়ে চলে আসে। আমরা পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করেছি, এবং বাঘটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

চিতাবাঘ উদ্ধারের ঘটনার সাক্ষী হয়ে এলাকার বহু মানুষ ভিড় জমান। আতঙ্ক থাকলেও, বন দপ্তরের সফল অভিযানে স্বস্তি পেয়েছেন স্থানীয়রা।