মদন মিত্রকে চড়-থাপ্পড় মারতে পারেন ১২ জন কাউন্সিলর! বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : কামারহাটি পুরসভার ১২ জন কাউন্সিলারের কাছে যেকোনো দিন চড়-থাপ্পড় খেতে পারেন মদন মিত্র! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, বেলঘড়িয়া একসময় বর্ধিষ্ণু এলাকা ছিল, কিন্তু এখন তা দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে, যার জন্য তিনি সরাসরি মদন মিত্রকেই দায়ী করেছেন।

12 councilors can slap Madan Mitra! Arjun Singh's explosive claim

অর্জুন সিংয়ের বক্তব্য, “সিপিএম আমলে দুষ্কৃতীদের একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হত। কিন্তু এখন তা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মদন মিত্রের পরিবারের লোকেরা দুষ্কৃতীদের জেলে খাবার পৌঁছে দেন। আর পুত্র পবনের কাছেই তো হেরে বিদায় নিয়েছেন তিনি, এখন আমার সঙ্গে পাঙ্গা নেবেন?”

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। মদন মিত্র এখনও পাল্টা কোনো প্রতিক্রিয়া দেননি, তবে তাঁর অনুগামীরা এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, এটা নিছকই রাজনৈতিক চক্রান্ত। কামারহাটি পুরসভার কাউন্সিলররা আদৌ মদন মিত্রের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *