জলপাইগুড়ি: হোলির আনন্দ যেন বিশৃঙ্খলায় না বদলে যায়, সেই উদ্দেশ্যে জলপাইগুড়ি শহরজুড়ে রুট মার্চ করল কোতোয়ালি পুলিশ। উৎসবের দিন শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই সক্রিয় পদক্ষেপ।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেন পুলিশ আধিকারিকরা। রুট মার্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায়, ডিএপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, সদর ট্রাফিক ইনচার্জ অমিতাভ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশ প্রশাসন জানিয়েছে, হোলির দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। পাশাপাশি, নাকা চেকিং, মোবাইল ভ্যান পেট্রোলিং এবং নজরদারি জোরদার করা হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
শহরবাসীর কাছে পুলিশের আবেদন, উৎসব আনন্দের, তাই শৃঙ্খলা বজায় রেখে, আইন মেনে হোলি উদযাপন করুন।