জলপাইগুড়ি : শিশু নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। মঙ্গলবার বিচারক রিন্টু সুর এই রায় ঘোষণা করেন।
২০১৫ সালের ময়নাগুড়ির এই ঘটনায় মাত্র আড়াই বছরের এক শিশু যৌন নিগ্রহের শিকার হয়েছিল। সরস্বতী পূজার অনুষ্ঠানে মায়ের পাশেই বসা অবস্থায় অভিযুক্ত যুবক শিশুটিকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে ঠেলে দেয়। রাতে ব্যথা অনুভব করায় শিশুটির মা বিষয়টি জানতে পারেন এবং অভিযোগ দায়ের করেন।

সরকারি পক্ষের আইনজীবী দেবাশীষ দত্ত জানান, ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও সমস্ত যুক্তি শোনার পর আদালত অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
এছাড়া, শিশুটির পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি।
এই রায় সমাজের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে— শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ব্যবস্থার কঠোরতা অপরিহার্য।