জলপাইগুড়ি : জলপাইগুড়ি সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি অডিট চলাকালীন হঠাৎ সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলের অফিস রুমে বিশাল আকৃতির একটি দাঁড়াস সাপ দেখে কর্মীরা চিৎকার করে উঠতেই শুরু হয় আতঙ্ক ও দৌড়ঝাঁপ। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় অডিটের কাজ, আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষিকা থেকে অডিট আধিকারিকদের মধ্যেও।
সাপের খবরে তড়িঘড়ি খবর দেওয়া হয় ‘গ্রীন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থাকে। মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যান সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল, সাধারণ সম্পাদক অংকুর দাস ও দপ্তর সম্পাদক স্বরূপ বসাক।
তারা তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত স্কুলের স্টোররুমের আলমারি থেকে একটি পূর্ণবয়স্ক দাঁড়াস সাপ উদ্ধার করেন। এরপর সেটিকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়।
সাপ উদ্ধারের পর ধীরে ধীরে আতঙ্ক কাটতে শুরু করে। স্কুলের কর্মী ও শিক্ষক-শিক্ষিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। স্বাভাবিক ছন্দে পুনরায় শুরু হয় সরকারি অডিট ও শিক্ষার পরিবেশ।
‘গ্রীন জলপাইগুড়ি’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞদের খবর দেওয়া উচিত। কারণ বেশিরভাগ সাপই নিরীহ এবং তারা সাধারণত কাউকে আঘাত করে না, যদি না তাদের উত্তেজিত করা হয়।