ভারতে প্রবেশ করেই দেশ-বিরোধী মন্তব্য! বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো প্রশাসন

কোচবিহার : ভারতে ঢুকেই দেশ সম্পর্কে কটূক্তি! এরপর স্থানীয়দের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ এবং শেষ পর্যন্ত ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হল এক ব্যক্তিকে।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে মহম্মদ আজাদুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিক চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। তার ছেলে ভারতে পড়াশোনা করে, পরীক্ষা শেষ হওয়ায় তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে এসেছিলেন তিনি। কিন্তু ভারতে ঢোকার পরপরই গাড়ি সংক্রান্ত কিছু সমস্যায় পড়ে যান।

স্থানীয় গাড়ি ও টোটো চালকদের অভিযোগ, আজাদুর রহমান গাড়ি না পেয়ে ভারত সম্পর্কে কুরুচিপূর্ণ করতে থাকেন। একপর্যায়ে তার বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। কেউ তাকে গাড়িতে তুলতে রাজি হননি। এরপর তিনি হেঁটেই চলতে থাকেন।

এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর যায় পুলিশের কাছে। মেখলিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করা হয় এবং বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

Bangladeshi citizen sent back after making anti-national remarks upon entering India

স্থানীয়দের দাবি, ভারতে এসে এ দেশের বিরুদ্ধাচরণ করা মোটেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি বেগতিক দেখে আজাদুর রহমান প্রকাশ্যে ভুল স্বীকার করেন। এরপর প্রশাসনের নির্দেশে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যার ছেলে ভারতে পড়াশোনা করে, সে কীভাবে এ দেশকে নিয়ে কটূক্তি করতে পারে? ভারত তার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে, অথচ তিনি এ দেশকেই অপমান করলেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *