হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তি অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সাময়িক স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্ট থেকে। বুধবার ব্যারাকপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না

এই রায়ের পর ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং কটাক্ষ করে বলেন, “নমিত সিং ও তেলুয়ার বিরুদ্ধে পুলিশ নিজে থেকে মামলা রুজু করলেও, তাঁদের গ্রেপ্তার করা হয়নি। অথচ আমার পিতা রাজ্যের বাইরে থাকলেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল।”

তিনি আরও জানান, আগামী ৪ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *