জলপাইগুড়ি : বাড়ি থেকে আর দূরে কোথাও যেতে হবে না। জলপাইগুড়ি শহরে চালু হল সম্পূর্ণ নতুন পরিষেবা—ডাকঘরের ভ্রাম্যমান পার্সেল বুকিং। এখন থেকে বাড়ি বসেই পার্সেল পাঠানো যাবে। শুধু একটি ফোন কলেই বাড়ির দরজায় হাজির হবেন ডাক বিভাগের কর্মীরা।
৯৭৪৮৮৭৩৯১৩ নম্বরে ফোন করলেই নির্ধারিত কর্মী এসে পার্সেল সংগ্রহ করবেন। জলপাইগুড়ি মুখ্য ডাকঘরের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা মূলত শহরের সমস্ত নাগরিকের জন্য চালু করা হয়েছে। বিশেষত যাঁরা শারীরিকভাবে অসুস্থ বা বয়স্ক, তাঁদের কাছে এটি একটি বড় সুবিধা হয়ে উঠবে।
বর্তমানে এই পরিষেবার আওতায় সর্বাধিক ২০ কেজি ওজন পর্যন্ত পার্সেল বুকিং করা যাচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরছে ‘পার্সেল ভ্যান’, যা সময়মতো পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঠিকানায়।
শুধু পার্সেলই নয়, ভবিষ্যতে এই পরিষেবায় স্পিড পোস্ট ও রেজিস্ট্রিও যুক্ত হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি হেডপোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টার অভিজিৎ সরকার। তাঁর কথায়, “আমরা চাই মানুষের বাড়িতে বসেই ডাকঘরের পরিষেবা পৌঁছে যাক। সময় বাঁচবে, পরিশ্রম কমবে, বাড়বে মানুষের সুবিধা।”
ডাক বিভাগের এই নতুন পদক্ষেপে খুশি শহরবাসী। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডাকঘরের এই ‘ডোরস্টেপ সার্ভিস’ সত্যিই সময়ের দাবি মেটাচ্ছে।