স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেন্সের মাটি যেন কেঁপে উঠেছিল ছক্কার ঝড়ে, আর সেই কাঁপন যেন পৌঁছে গিয়েছিল দর্শকের হৃদয়েও। কিন্তু শেষ হাসি হেসে মাঠ ছাড়ল লখনউ সুপার জায়ান্টস।
মঙ্গলবারের আইপিএল রোমাঞ্চে, আগে ব্যাট করে KKR-এর বোলিং বিভাগকে কার্যত ছিন্নভিন্ন করে দিল LSG। মাত্র ৩ উইকেট হারিয়ে তুলল পাহাড়সম ২৩৮ রান। নিকোলাস পুরানের বিধ্বংসী ৮৭ রানের ইনিংস (৩৬ বলে, ৭টি চার, ৮টি ছয়) এবং মিচেল মার্শের ঝোড়ো ৮১ (৬টি চার, ৫টি ছয়) পুরো ম্যাচের গতিপথই পালটে দিল। হর্ষিত রানা দুইটি উইকেট নিলেও, বাকি বোলারদের হতশ্রী পারফরম্যান্স ভুগিয়েছে কেকেআরকে।
তবু হার মানেনি কলকাতা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেছিলেন অজিঙ্ক রাহানে (৬১ রান) এবং ভেঙ্কটেশ আইয়ার (৪৫)। তাদের ছন্দে জয়ের স্বপ্ন দেখছিল KKR। শেষদিকে রিঙ্কু সিংয়ের ৩৮ রানের দাপুটে ইনিংসেও ফের ভেসে উঠেছিল সেই আশার আলো। কিন্তু শেষপর্যন্ত কেকেআরের ইনিংস থেমে গেল ২৩৪ রানে, মাত্র ৫ রানের ব্যবধানে।
ম্যাচ জিতল লখনউ, কিন্তু জয় পেল ক্রিকেট—এমনটাই বলছেন বিশ্লেষকেরা। একটুর জন্য ইতিহাস লেখা হল না কেকেআরের, তবে টানটান উত্তেজনায় ভরপুর এই ম্যাচ দীর্ঘদিন মনে রাখবে ইডেন গার্ডেন্সের দর্শকরা।
হেরেও কেকেআরের কাঁধে হাত রাখছেন সমর্থকেরা—কারণ এ হার লড়াইয়ের, আত্মসমর্পণের নয়।