ভারতসেরা সবুজ-মেরুন! আইএসএল ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে ‘ডাবল’ ট্রফি মোহনবাগানের

নিজস্ব প্রতিনিধি, যুবভারতী ক্রীড়াঙ্গন : রুদ্ধশ্বাস নাটক, উত্তেজনার পারদ, আর এক দুর্দান্ত ক্লাইম্যাক্স— সব মিলিয়ে যুবভারতী যেন শনিবার রাতটা চিরস্মরণীয় করে রাখল। ইতিহাস রচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল লিগ শিল্ড জয়ের পর এবার চ্যাম্পিয়নশিপ ট্রফিও ঘরে তুলল সবুজ-মেরুন ব্রিগেড। ফাইনালে তারা হারাল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে ২-১ গোলে।

শুরু থেকেই জমজমাট ম্যাচ। দুই অর্ধে একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্ভাগ্যের শিকার মোহনবাগান—আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু।

কিন্তু হাল ছাড়েনি বাগান। ৭২ মিনিটে পেনাল্টি পেয়ে স্কোরলাইন সমতায় ফেরান জেসন কামিংস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই আসে সোনার মুহূর্ত—জিমি ম্যাকলারেনের জয়সূচক গোল। গোটা যুবভারতী তখন উত্তাল ‘জয় মোহনবাগান’ ধ্বনিতে।

বিশাল কাইথ, থাপা, মনবীর, লিস্টন, কামিংসদের দৃঢ়তায় এবার ইতিহাসের পাতায় আরও একবার নাম লিখিয়ে ফেলল শতাব্দী প্রাচীন ক্লাবটি।

একই মরশুমে লিগ শিল্ড ও আইএসএল ট্রফি— ডাবল চ্যাম্পিয়ন মোহনবাগান। শুধু জয় নয়, এ যেন আত্মবিশ্বাস, ঐতিহ্য আর আধুনিকতার সম্মিলিত জয়। ভারতসেরার মুকুটে ফের সবুজ-মেরুন পালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *