নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি : চা বাগান বন্ধ রাখলে কিংবা শ্রমিকদের প্রাপ্য বঞ্চিত করলে এবার মালিকদের রেয়াত নেই—লিজ বাতিলের কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিলিগুড়ির স্টেট গেস্টহাউসে আয়োজিত গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠকে এই বার্তা দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।
মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “যদি কোনো মালিক পক্ষ টানা তিনমাস বাগান বন্ধ রাখে বা শ্রমিকদের বেতন, পিএফ ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে, তাহলে সরকার তাদের লিজ বাতিল করবে।”
এই বৈঠকে উপস্থিত ছিলেন জিটিএ চেয়ারম্যান রাজেশ চৌহান, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী, চা বাগান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। মূলত আলোচনা হয় বন্ধ বাগান, টি ডিরেক্টরেট ও ন্যুনতম মজুরি নিয়ে।
চা শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণে নতুন করে একটি এক্সপার্ট কমিটি গঠনের ঘোষণাও হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার।
শ্রমিক সংগঠনগুলোর মতে, এই পদক্ষেপ চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির এক গুরুত্বপূর্ণ জবাব। মালিক পক্ষের দায়িত্ববোধে গাফিলতি আর চলবে না—এবার দায়বদ্ধতা বাধ্যতামূলক।