সংবাদদাতা শিলিগুড়ি : শিলিগুড়ির মহানন্দা নদীর ঘাটে পুজোর শান্ত পরিবেশ ভেঙে শনিবার রাতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুজো দিতে এসে দুষ্কৃতী হামলার শিকার হন চরক ভক্তরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় রবিবার শহরজুড়ে উত্তেজনা চরমে ওঠে। ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি থানার সামনে ধর্ণায় বসেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও তাঁর অনুগামীরা।
জানা গেছে, নদীর ঘাটে পুজো চলাকালীন আচমকা ছয়জন দুষ্কৃতী চরক ভক্তদের উপর চড়াও হয়। মারধরের পাশাপাশি বিয়ারের বোতল ছুঁড়ে আঘাত করে তারা। ঘটনায় গুরুতর আহত হন দু’জন ভক্ত, বর্তমানে যাঁরা চিকিৎসাধীন। পরিবার সূত্রে অভিযোগ, থানায় অভিযোগ দায়েরের পরও দুষ্কৃতীরা অধরাই।

রবিবার থানার সামনে বিক্ষোভে অংশ নিয়ে বিধায়ক শংকর ঘোষ সাফ জানিয়ে দেন, “পুলিশকে আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এরমধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে, অনির্দিষ্টকালের জন্য থানার সামনেই অবস্থান বিক্ষোভ চলবে।”

চরক পর্বের আগে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত চলছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
শহরজুড়ে এখন একটাই প্রশ্ন—কবে গ্রেপ্তার হবে অভিযুক্তরা? আর কতদিন নিরাপত্তাহীনতায় কাটবে সাধারণ মানুষের উৎসব?