ডিজিটাল ডেস্ক : রেকর্ড ব্রেক! এক ঝাঁকে১২১টি, কোটি টাকা মূল্যের মহামূল্যবান তেলিয়া ভোলা মাছ উঠলো দীঘা মোহনার মৎস্যজীবীদের জালে। ঘটনায় খুশি মৎস্যজীবীরা। দীঘা মোহনার মনা খাঁড়ার মা সিদ্ধেশ্বরী ট্রলারে একশো একুশ পিস তেলিয়া ভোলা এক ঝাঁকেই ধরা পড়লো। শনিবার সকালে দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে ভুবনচন্দ্র বেরার কাঁটায় নিলামের জন্য নিয়ে এলে দীঘায় আগত পর্যটক সহ প্রচুর উৎসাহী মানুষ ভিড় করেন এই মহামূল্যবান প্রচুর সংখ্যক মাছকে একসাথে দেখার জন্য।

বিদেশে এই মাছকে ক্রশওয়েলরাং ফিস বলা হয়। এই মাছ থেকে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। মাছের তেল এবং মাংস থেকেও তৈরি হয় ওষুধ। দামী স্যুপ তৈরিতেও ব্যবহৃত হয় এই মাছ। এই ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়। কিন্তু, প্রজননের জন্য উপকূলে আসে।