বিশ্বজিৎ নাথ : ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত টিপুয়া। বৃহস্পতিবার সকালে তদন্তকারীরা জগদ্দলের পালঘাট রোড থেকে টিপুয়াকে গ্রেপ্তার করেছে। টিপুয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে এনআইএ-র প্রতিনিধিদের। জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ধৃতের সাঙ্গপাঙ্গরা। প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ আগস্ট সকালে ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকে বেপাত্তা ছিল ঘটনায় মূল অভিযুক্ত টিপুয়া। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের জালে টিপুয়া।
