শিলিগুড়ি: আবারও চক্রভঙ্গ মাদকের বিরুদ্ধে। প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মালদার কুখ্যাত কালিয়াচক এলাকার বাসিন্দা, বাকি দু’জন শিলিগুড়ির প্রান্তিক এলাকা থেকে ধরা পড়েছে।

ধৃতদের নাম রোহিত শেখ (কালিয়াচক, মালদা), অমল রাউত (প্রধান নগর, শিলিগুড়ি) ও মোহাম্মদ আমজাদ (বাঘাযতীন কলোনি, বাগডোগরা)।

গোপন সূত্রে খবর পেয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট লাগোয়া লটকা ব্রিজের সামনে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় মাটিগাড়া থানার একটি বিশেষ দল। সন্দেহভাজন একটি স্কুটিতে থাকা তিন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালাতেই চমক। স্কুটির ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ৯০৮ গ্রাম ব্রাউন সুগার—যার কালোবাজারি মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মালদা থেকে শিলিগুড়ি হয়ে এই বিপজ্জনক মাদক পাচারের পরিকল্পনা ছিল। অভিযুক্তরা ওই স্কুটির মাধ্যমেই শহরে প্রবেশ করছিল। পুলিশের দাবি, এর পেছনে বড় কোনো পাচারচক্র জড়িত থাকতে পারে।
ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু হয়েছে। এদিনই তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য মাদক সিন্ডিকেটের যোগ থাকতে পারে।
পুলিশ সূত্রে বার্তা: উত্তরবঙ্গে মাদকপাচার রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে গোপন তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।