নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি: শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। চটহাট অঞ্চলের মুড়ি খাওয়া প্রাথমিক বিদ্যালয়-এ চুরির সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।

সোমবার সকালে স্কুলে এসে কার্যত স্তব্ধ হয়ে যান শিক্ষকরা। মিড ডে মিল প্রকল্পের চাল, ডাল, তেল সহ সমস্ত রেশন সামগ্রী উধাও! শুধু তাই নয়, পাশের ক্লাসরুম থেকে খোয়া গিয়েছে শিক্ষাদান ও ছাত্রছাত্রীদের ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্রও।
শিক্ষক-শিক্ষিকাদের একাংশের দাবি, “এভাবে একের পর এক চুরি হলে কীভাবে নিরাপদ পরিবেশে পড়াশোনা চলবে? শিশুরা তো দিনদিন ভয় পেতে শুরু করছে।”

ফাঁসিদেওয়া থানায় স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দুষ্কৃতীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, “রাতের দিকে এলাকায় পুলিশের টহল বাড়ানো উচিত। স্কুলে যদি নিরাপত্তা না থাকে, তাহলে আর কোথায় থাকবে?”
প্রসঙ্গত, ফাঁসিদেওয়ার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
শিশুদের পাঠশালা যেন নিরাপত্তার আশ্রয় হয়ে উঠতে পারে — এই প্রত্যাশাতেই পথ চেয়ে আছেন অভিভাবকরা।