শিলিগুড়ি : মালবাজারগামী যাত্রীবোঝাই বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে কেঁপে উঠল শালুগাড়ার জাতীয় সড়ক। দুর্ঘটনায় আহত অন্তত ২০ জন, যাদের মধ্যে রয়েছে এক শিশু। গুরুতর জখম বাসচালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
সোমবার সকালবেলায় মিত্তাল বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি বেসরকারি বাস মালবাজারের দিকে যাচ্ছিল। শালুগাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটিকে। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। যাত্রীরা ছিটকে পড়েন এদিক-ওদিক।

প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। স্থানীয়রা আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তর করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
বাসে থাকা এক যাত্রীর কথায়, “সবকিছু হঠাৎ ঘটল। বিকট আওয়াজ শুনেই দেখি বাসের ভেতর ছিটকে পড়ে গিয়েছি। চিৎকার-চেঁচামেচিতে চারপাশ আতঙ্কে ভরে যায়।”
দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ট্যাঙ্কার চালকের গাফিলতিই কি এই দুর্ঘটনার কারণ, নাকি রয়েছে অন্য কোনও কারণ—তা জানার চেষ্টা করছে প্রশাসন।