শিলিগুড়ি : শুক্রবার সকালে রুটিনমাফিক যাত্রা করছিল নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াংগামী টয় ট্রেনের একটি ইঞ্জিন। তবে কার্শিয়াং এর পথে সেই যাত্রা থমকে গেল শুকনার কাছে এক ভয়াবহ দুর্ঘটনায়। পাহাড়ি রাস্তার এক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায় ঐতিহ্যবাহী টয় ট্রেনের ইঞ্জিনটি।

ঘটনার পরই তৎপর রেল কর্তৃপক্ষ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছান দুর্ঘটনাস্থলে। শুরু হয় ইঞ্জিনটিকে লাইনে তোলার কাজ। রেল সূত্রের খবর, চালক ও সহকারী চালক দু’জনেই অক্ষত রয়েছেন, বড়সড় বিপদ থেকে রক্ষা।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—কেন এই লাইনচ্যুতি? কী কারণে নিয়ন্ত্রণ হারাল ইঞ্জিন? এসব খতিয়ে দেখে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। পাহাড়ি পথে পর্যটনের গর্ব টয় ট্রেন, তার নিরাপত্তা নিয়ে উঠছে নতুন করে প্রশ্ন।