জলপাইগুড়ি : সারা বছর নানা সেবামূলক কাজের পাশাপাশি, রবিবার ছিল এক ভিন্নরকম দিন। জলপাইগুড়ি শহরের কেরানি পাড়ার উত্তরা ক্লাব তাদের ৫৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করল শিশুদের জন্য এক আনন্দঘন অঙ্কন প্রতিযোগিতা।
ক্লাব কক্ষে আয়োজিত এই “বসে আঁকো” প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পঞ্চাশ জন খুদে শিল্পী তাদের রঙ-তুলি হাতে মেতে উঠেছিল সৃষ্টির আনন্দে। তিনটি বিভাগে ভাগ করা এই প্রতিযোগিতার বিষয় ছিল—”যেমন খুশি আঁকো”।
ক্যানভাস জুড়ে ছোট্ট হাতগুলোর অকল্পনীয় কল্পনা ছড়িয়ে পড়ে। রং ও রেখার মেলায় মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। শিশুরা যেমন আনন্দ পেয়েছে, তেমনি তাদের সৃষ্টিশীলতায় মুগ্ধ হয়েছেন অভিভাবক ও আয়োজকরাও।
উত্তরা ক্লাবের জন্মদিন তাই এদিন রঙে, হাসিতে আর প্রাণের ঝলকানিতে ভরে উঠেছিল নতুন করে।