রায়গঞ্জ, ২ মে: সাফল্যের মুহূর্তে চোখ ভিজে এল আদৃত সরকারের। রাজ্যের ২০২৫ মাধ্যমিকে প্রথম হয়ে সে যেন নিজেই বিশ্বাস করতে পারছিল না—৭০০-র মধ্যে ৬৯৬ নম্বর! উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত যখন মেধা তালিকার শীর্ষে উঠে এল, তখন পরিবারের পাশাপাশি আবেগ ছড়িয়ে পড়ল গোটা রায়গঞ্জে।
“এই ফলাফল আমি আশা করিনি,”—গভীর দৃষ্টিতে বলল আদৃত। এতটাই সাদামাটা, এতটাই বিনয়ী এই কিশোর, যার শিকড় ছোট শহরের প্রান্তে হলেও স্বপ্ন ছুঁয়ে রয়েছে বহু দূরে—নিট বা জয়েন্ট এন্ট্রান্সের মতো কঠিন প্রতিযোগিতায় সফল হওয়ার লক্ষ্য তার।

আদৃতের দিদি, কলেজছাত্রী অর্পিতা সরকার বলেন, “ওকে কখনও পড়ার কথা বলতে হয়নি। শুধু পাঠ্যবই নয়, বিভিন্ন বিষয়ের বই আর কুইজ প্রতিযোগিতা—ও সবসময় জানতে চায়।” সদ্য এক জেলা কুইজে পুরস্কার জিতেছে আদৃত, যা তার প্রজ্ঞার প্রমাণ।
পিতা অবসরপ্রাপ্ত অমিত কুমার সরকার জানান, “এই ফল আমাদের শুধু নয়, রায়গঞ্জেরও মুখ উজ্জ্বল করেছে।” গৃহবধূ মা সীমা সরকারের কাছে এই আনন্দ ভাষার ঊর্ধ্বে।
এবছর মেধা তালিকায় মোট ৬৬ জনের নাম প্রকাশিত হয়েছে। তার মধ্যে সবার ওপরে আদৃত, যিনি তাঁর মেধা, অধ্যবসায় এবং নম্রতায় হয়ে উঠেছেন আজকের আসল ‘রোল মডেল’।
পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা পাশের হারে এগিয়ে থাকলেও, রাজ্যের সেরা হয়ে ‘রায়গঞ্জের ছেলে’ আজ গোটা বাংলার চোখের মণি।