জলপাইগুড়ি : এক রাতের ঝড়ে ভেঙে পড়ল কেবল ঘর নয়, ভেঙে পড়ল অনেকের স্বপ্নও। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরবাড়ি গ্রাম পঞ্চায়েতে কালরাত্রির ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার। ঘরবাড়ি ভেঙে পড়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অনেকে।
তবে সেই দুঃসময়ে আশার আলো হয়ে পাশে দাঁড়াল প্রশাসন। রবিবারই যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় পৌঁছে যান সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখেন তিনি, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা।

বিডিও মিহির কর্মকার জানান, “এই দুর্যোগে প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে। আমরা দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছি। আগামী দিনেও তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
ঝড় থেমে গেছে বটে, কিন্তু তার ক্ষতের দাগ রয়ে গেছে গ্রামজুড়ে। প্রশাসনের তৎপরতায় সেই ক্ষত কিছুটা হলেও উপশম পাচ্ছে।