আলিপুরদুয়ারে মোদী ঝড়ের প্রস্তুতি; ২৯ মে জনসভায় হাজির থাকবেন প্রধানমন্ত্রী

আলিপুরদুয়ার : উত্তরবঙ্গে আবার প্রধানমন্ত্রী মোদী— ২৯ মে আলিপুরদুয়ারের প্যারেড ময়দানে এক বিশাল জনসভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। এই সফরকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়েছে আলিপুরদুয়ার জুড়ে, বিশেষত বিজেপি কর্মীদের মধ্যে। দলীয় সূত্রে খবর, আলিপুরদুয়ার সফর সেরে সেদিনই তিনি রওনা হবেন সিকিমের উদ্দেশ্যে।

মঙ্গলবার সভাস্থল পরিদর্শনে যান আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা সহ জেলা বিজেপি নেতৃত্ব। প্রস্তুতি খতিয়ে দেখে সাংসদ বলেন, “এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে প্রধানমন্ত্রী ফের আলিপুরদুয়ারে আসছেন। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

স্থানীয় নেতৃত্বের দাবি, এই জনসভা শুধু ভোটের প্রচার নয়, বরং উত্তরবঙ্গবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে।

Modi storm underway in Alipurduar; PM to attend public rally on May 29

সাংসদ মনোজ টিজ্ঞার বক্তব্য: “আজ আমরা প্যারেড ময়দান ঘুরে দেখলাম। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। সাধারণ মানুষ এই জনসভা ঘিরে দারুণ উৎসাহ দেখাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *