মেখলিগঞ্জ পুলিশের জালে ব্রাউন সুগার পাচারকারী, উদ্ধার ৭০ গ্রাম মাদক

বিকাশ সরকার, ৩০ মে : উত্তরবঙ্গের মাদকচক্রের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ মেখলিগঞ্জ থানার। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক।

Mekhliganj police nab brown sugar smuggler recover 70 grams of drugs

সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মেখলিগঞ্জের জয়ী সেতুর পাড় বাঁধ এলাকায় হানা দেয়। সেখান থেকে হলদিবাড়ির বাসিন্দা অনূপ দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর স্কুটির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৭০ গ্রাম ব্রাউন সুগার।

অভিযানের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হন মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মন্ডল ও পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধানও। অভিযান পরিচালনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয় নজরকাড়া।

মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা জানান, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আটক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় NDPS আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে আদালতে পেশ করা হবে।”

পুলিশ সূত্রে খবর, অনূপ দাস কেবলমাত্র একটি বড় চক্রের ছোট সদস্য। তার মোবাইল ও স্কুটির সূত্র ধরে বড় কোনও মাদক নেটওয়ার্ক সামনে আসতে পারে বলেও অনুমান করছে পুলিশ। তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আরও গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *