জলপাইগুড়ি : নাবালিকাকে যৌন নিগ্রহের মামলায় অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। বুধবার বিচারক রিন্টু সুর এই রায় ঘোষণা করেন।
২০২৪ সালের বানারহাট থানার অন্তর্গত এক এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ ছিল, নাবালিকার প্রতিবেশী এক যুবক তাকে যৌন নিগ্রহ করে। ঘটনার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে চার্জশিট পেশ করে। মামলার শুনানিতে মোট ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।
সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, পকসো আইনে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ভিকটিমের পুনর্বাসন ও সুরক্ষার কথা মাথায় রেখে জেলা লিগাল সার্ভিস অথোরিটির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন আদালত। এই রায়ে ন্যায়বিচার পেয়েছে বলেই মনে করছে প্রসিকিউশন।