“অসুর শক্তির বিনাশ হোক”—জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের বিদায় কামনা অর্জুন সিংয়ের

কাঁকিনাড়া, ৫ জুলাই : উল্টো রথযাত্রা উপলক্ষে কাঁকিনাড়ার এ.বি. রোডের রথতলা জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন মন্দিরে পূজারত হয়ে তিনি বলেন, “জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, যেন রাজ্যের বুকে বেড়ে ওঠা অসুর শক্তির বিনাশ হয় এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার বিদায় নেয়।”

তিনি রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “কাটোয়া বিস্ফোরণ, নারী নির্যাতন, চাকরি চুরি, পুকুর দখল—সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দৈনন্দিন ছবি। এই সরকার মানুষের বিশ্বাস ও ভরসার অযোগ্য হয়ে উঠেছে।”

"May the demonic power be destroyed" - Arjun Singh bids farewell to Trinamool by offering prayers at Jagannath Temple

এদিন জগন্নাথ মন্দিরে অর্জুন সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে, আইনজীবী প্রদ্যুত কুমার চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর পল্লবী কুন্ডু, রত্নেশ্বর দাস, প্রমোদ সিং, সীমা বিশ্বাস, বাপ্পা চৌধুরী, উমা ঘোষ, টুম্পা বিশ্বাস, শঙ্কর কুন্ডু সহ অন্যান্য রাজনৈতিক ও সমাজকর্মীরা।

পুজোর আবহে রাজনৈতিক তীর্যক মন্তব্যে ফের রাজ্য রাজনীতির তরঙ্গে ফিরলেন অর্জুন সিং। এখন দেখার, জগন্নাথ দেবের আশীর্বাদে রাজ্য রাজনীতির পালাবদল কতটা বাস্তবে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *