ব্যারাকপুর, ৮ জুলাই : “তৃণমূলের সময় ফুরিয়ে এসেছে। মমতা ব্যানার্জিকে বাই বাই বলার সময় এসে গেছে।” – এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের আনন্দপুরীতে তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বিজেপির পথসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বাম জমানায় তৃণমূলকে ভয় পাইনি। এখন তৃণমূল জমানাতেও পুলিশকে ভয় পাব না। তৃণমূল সরকারের দিন গোনা শুরু হয়ে গেছে।”
অর্জুন সিং আরও বলেন, সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সবচেয়ে বড় লাভবান হয়েছেন মমতা ব্যানার্জি নিজেই।

কুনাল ঘোষের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “কুনাল ঘোষ একসময় নিজেই বলেছিলেন, সারদা থেকে যিনি সবচেয়ে বেশি লাভবান, তিনি মমতা ব্যানার্জি।”
সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে একটি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর সঙ্গে সংঘাত ঘিরে চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গেও অর্জুন সিং বলেন, “ওই নার্সিং হোম দুর্নীতিগ্রস্ত। স্বাস্থ্যসাথী কার্ড সেখানে কার্যকর নয়, মানুষ প্রতারিত হচ্ছেন।”
এদিন তিনি রাজ্যে বার ও রেস্তোরাঁর সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে বলেন, “সারা বাংলায় শুধু মদ বিক্রির আখড়া তৈরি হয়েছে। উন্নয়নের নামে চলছে বিভ্রান্তি।”
সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, কৌস্তভ বাগচী, আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্যরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণ ততই চড়ছে। এদিনের পথসভা থেকে অর্জুন সিংয়ের বার্তা যে বিজেপি রাজ্যে আক্রমণাত্মক রাজনীতির রাস্তায় ফিরেছে – সে ইঙ্গিত স্পষ্ট।