দিনদুপুরে সোনার চেন ছিনতাই, আতঙ্কে জ্যোতিনগর (ভিডিও সহ)

ফাঁসিদেওয়া, ১২ জুলাই: জ্যোতিনগরে দুপুরবেলা এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দুই যুবক! বাইক চেপে এসে আচমকা হামলা চালিয়ে মুহূর্তে চেন ছিনিয়ে পালায় তারা। ঘটনাটি ঘটতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় দু’জন যুবক একটি বাইকে করে এসে তাঁর গলায় ঝাঁপিয়ে পড়ে চেন ছিনিয়ে নেয়। আতঙ্কিত মহিলা তৎক্ষণাৎ বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

Gold chain stolen in broad daylight; Jyotinagar in panic

পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে চমকে ওঠেন সকলে। দেখা যায়, দু’জন যুবক মুখ ঢেকে বাইকে এসে কিছু বুঝে ওঠার আগেই মহিলার গলায় হাত বাড়ায় এবং ঝটপট চেন ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন ফাঁসিদেওয়া থানায়। পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে।

দিনদুপুরে এমন ঘটনা ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *