শিলিগুড়ি, ১২ জুলাই: চুরি, ছিনতাই ও অপরাধমূলক ঘটনার বাড়বাড়ন্তে কড়া পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। শুক্রবার গভীর রাতে নিজেই পথে নামলেন পুলিশ কমিশনার সি সুধাকর, সঙ্গে ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকেরা।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, হোটেল, লজ ও ব্যস্ত এলাকাগুলিতে নাকা চেকিং, যানবাহনের কাগজপত্র যাচাই, সন্দেহভাজনদের জেরা—সবই চলল রাতভর।
এই বিশেষ অভিযানে পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন ডিসিপি রাকেশ সিং, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডেপুটি কমিশনার তন্ময় সরকার সহ অন্যান্য আধিকারিকেরা।

কমিশনার নিজে বিভিন্ন থানার অফিসারদের সঙ্গে কথা বলে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযানের নির্দেশ বলে জানিয়েছেন এক আধিকারিক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুধু অভিযান নয়, নিয়মিত টহল ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণে থাকবে পুলিশের নজর।”

অন্যদিকে শহরবাসীর একাংশ পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন, তবে দাবি তুলেছেন, রোজকার টহল এবং আরও কড়া নজরদারি দরকার।
পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামীতেও চলবে নিয়মিত, যাতে রাতেও শহরবাসীরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন।