ধূপগুড়ি, ১৭ জুন: বাবাধামের উদ্দেশ্যে রওনা দেওয়া পূর্ণ্যার্থীদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ধূপগুড়ির ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এ। বৃহস্পতিবার ভোর ৬.৩০ নাগাদ একটি দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে পূর্ণ্যার্থীদের একটি ছোট গাড়ি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক সহ মোট চারজন যাত্রী।

জানা গেছে, পূর্ণ্যার্থীদের নিয়ে ছোট গাড়িটি গয়েরকাটা থেকে ধূপগুড়ি হয়ে সোজা যাচ্ছিল ঝাড়খণ্ডের বাবাধামের দিকে। ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিকে দেখতে না পেয়েই নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই ছোট গাড়িটি।

ধাক্কার তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটির সামনের অংশ। এলাকাবাসী বিকট শব্দে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান।
তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার ফলে পূর্ণ্যার্থীদের যাত্রাপথে নেমে আসে অকাল বাধা, পাশাপাশি সচেতনতা নিয়েও উঠছে প্রশ্ন।
স্থানীয়দের মতে, এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকায় প্রায়শই দাঁড়িয়ে থাকে লরি ও ট্রাক, যা ঘটনার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে বারবার।
