শিলিগুড়ি, ১৭ জুলাই : অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়া পরিচয়পত্র তৈরি ও বসবাসের অভিযোগে শিলিগুড়ি ও নকশালবাড়ি থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে এসএসবি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির খালবস্থি এলাকায় অভিযান চালিয়ে এসএসবি হাতে নাতে ধরে ফেলে বাংলাদেশি যুবক সুকুমার চন্দ্র শীলকে। অভিযোগ, প্রায় চার মাস আগে ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে সে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমে বাগডোগরায়, পরে নকশালবাড়িতে এসে নরসুন্দরের কাজ শুরু করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও একটি ভুয়া ভারতীয় আধার কার্ড। বুধবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

অন্যদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং মঙ্গলবার রাতে দাগাপুর এলাকা থেকে গ্রেফতার করে আরেক বাংলাদেশি যুবক পরিতোষ চন্দ্র রায়কে। রংপুরের বাসিন্দা পরিতোষ গত বছর নভেম্বরে হিলি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করছিল। দোকানের মালিক তার গতিবিধিতে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করে।
উভয়ের বিরুদ্ধে বিদেশি নাগরিক (FRA) আইনে মামলা রুজু হয়েছে। সুকুমারকে রিমান্ডে নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। কীভাবে সীমান্ত পার করে ভারতে ঢুকল, কোথা থেকে পেল জাল পরিচয়পত্র—এইসব দিক খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের অন্দরে।