জলপাইগুড়ি, ১৭ জুলাই : তীব্র গরমে যখন ধান চাষ অনিশ্চয়তার মুখে, তখন টানা বৃষ্টিই ফিরিয়ে দিল চাষিদের মুখের হাসি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ফের জমজমাট হয়ে উঠেছে ধানের রোয়া গাড়ার কাজ।
টানা খরার পর পরিস্থিতি যখন কঠিন হয়ে উঠছিল, তখনই স্বস্তির বৃষ্টি এসে ভিজিয়ে দেয় শুকনো মাটি। এই জল জমতেই আবার ব্যস্ত হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা। মাঠে নামতে দেরি করেননি তাঁরা। অনেকে ভেবেই নিয়েছিলেন, এবার রোয়া হয়তো করা সম্ভব হবে না। কিন্তু প্রকৃতির অনুকূল পরিবর্তনে নতুন করে শুরু হয়েছে ধানের রোয়া বোনার কাজ।
জেলার বিভিন্ন প্রান্তে এখন মাঠজুড়ে দেখা মিলছে চাষিদের কর্মচাঞ্চল্য। বৃষ্টির ছোঁয়ায় খুশির আমেজ ছড়িয়েছে কৃষক পরিবারের অন্দরে। ধানচাষ নির্ভর এই অঞ্চলে বৃষ্টিকে ঘিরেই জেগেছে নতুন আশার আলো।
চাষিরা বলছেন, “যদি বৃষ্টি নিয়মিত হয়, তবে এবার ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।” এখন তাঁদের একমাত্র চাওয়া—প্রকৃতির এই সদয়তা যেন বজায় থাকে সারা মৌসুম জুড়ে।