জলপাইগুড়ি, ১৭ জুলাই: জলপাইগুড়ি শহরের ব্যস্ত পানডাপাড়া শেষ বাতি মোড়ে বৃহস্পতিবার দুপুরে এক মহিলার গায়ে হাত দেওয়া এবং অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে তিনটা নাগাদ এক যুবক হঠাৎ এক মহিলার গায়ে হাত দিয়ে তাঁর কাছ থেকে অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

চমকে ওঠা মহিলা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে যুবককে ধরে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত যুবক সানুপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, “এই এলাকায় বাইরের যুবকেরা এসে অহেতুক আড্ডা মারে, হেনস্তা করে—এটা একেবারে মেনে নেওয়া যায় না।” তারা দ্রুত পুলিশি নজরদারির দাবিও জানান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। দিনদুপুরে এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।