বিশ্বজিৎ নাথ : গাড়ি চুরির সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। চুরি যাওয়া সাতটি গাড়ি উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ জানান, গত ১৪ জুলাই ভোরে ঘোলা থানার মুরাগাছা মোড় এলাকা থেকে একটি লাল রঙের টাটা সুমো গাড়িতে বসে থাকা মালদহের বাসিন্দা আকাশ শেখকে গ্রেপ্তার করা হয়।
ধৃতের জিজ্ঞাসাবাদে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাঙ্গা থানার এলাকা থেকে ধরা পড়ে রামপ্রসাদ সাহা ও অমিত সাহা নামে দুই অভিযুক্ত। একই সঙ্গে মোহনপুর থানা এলাকা থেকে সমসউদ্দিন শেখ ওরফে মাসুদ-কেও গ্রেফতার করে পুলিশ।
ডিসি জানান, চক্রটি মূলত ব্যারাকপুর কমিশনারেটের নিমতা, বাসুদেবপুর, খড়দা, নিউ ব্যারাকপুর ও বাগুইআটি থানা এলাকা থেকে গাড়ি চুরি করত। উদ্ধার হওয়া সাতটি গাড়ির মধ্যে তিনটির নাম্বার প্লেট পরিবর্তন করা হয়েছিল, বাকি তিনটিতে প্লেট ছিলই না। বাকি দুটি গাড়ি কোথা থেকে চুরি, তা জানার জন্য তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, চক্রটি চুরি করা গাড়ি অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে গোপন স্থানে নিয়ে যেত। তাদের জেরা করে আরও চক্রের হদিস মিলতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।
গাড়ি চুরির ঘটনায় এই সাফল্য ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা দক্ষতার নিদর্শন বলেই মনে করছে পুলিশ মহল।