বিশ্বজিৎ নাথ, ২০ জুলাই: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে “জালি শহীদ দিবস” বলে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। রবিবার সন্ধ্যায় শ্যামনগরের ভারতচন্দ্র গ্রন্থাগারে দলীয় কার্যকর্তা লাল বাবু সাউয়ের স্মরণ সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, “তৃণমূল শহীদ দিবস পালন করে শুধু নামেই, আদতে এটা একপ্রকার আনন্দ উৎসব। আসল শহীদদের প্রতি কোনও শ্রদ্ধাবোধ নেই এদের।”

রাহুল সিনহার দাবি, “যতবার শহীদ দিবস হয়েছে, একটা বারও শহীদদের ছবি রাখা হয়নি। শহীদ বেদিতে মালা দেওয়া তো দূরের কথা। আমরা বলার পর গত বছর থেকে তারা ছবি রাখছে, মাল্যদান করছে। এটা নিছক লোক দেখানো শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, “এই ভাবে শহীদ দিবস পালন শহীদদের অপমান ছাড়া আর কিছুই নয়। এটা একটা ‘জালি শহীদ দিবস’।”
তৃণমূলের প্রতি কটাক্ষের পাশাপাশি, বিজেপির ‘উত্তরকন্যা অভিযান’-এর পক্ষে সমর্থন জানিয়ে রাহুল সিনহা বলেন, “এই আন্দোলন দলের সঠিক এবং সময়োপযোগী পদক্ষেপ। তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজপথেই জবাব দিতে হবে।”

তাঁর বক্তব্যে শহীদদের স্মরণ থেকে শুরু করে শাসক দলের কর্মপন্থা—সবকিছুতেই উঠে আসে স্পষ্ট ক্ষোভ এবং প্রতিবাদ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২১ জুলাইকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়াল বিজেপির এই নেতার মন্তব্য।