ব্যারাকপুর : বিধানসভা নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। ২০২৬-এর ভোটযুদ্ধে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার ব্যারাকপুর ও নোয়াপাড়া বিধানসভার বিজেপি কার্যকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন—“২০২৬ সালে তৃণমূলের বিসর্জন নিশ্চিত!”

বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মহাগুরু বলেন, “বিভেদের রাজনীতি ভুলে এবার কাঁধে কাঁধ মিলিয়ে নামুন। মারের বদলে পাল্টা মার দিন, তবেই পারবো বাংলা দখল করতে।”
তিনি আরও বলেন, “বিজেপির কর্মীরা যেন মাঠ ছেড়ে না যায়, মাটি কামড়ে লড়তে হবে। দলীয় লক্ষ্যপূরণে প্রত্যেকে যেন সক্রিয়ভাবে যুক্ত থাকেন।”

এই রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা—প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলার বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ রায়, আইনজীবী বিজেপি নেতা কৌস্তভ বাগচী ও কুন্দন সিং প্রমুখ।

রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আন্দোলনের বার্তা দিয়ে মিঠুন চক্রবর্তীর হুঁশিয়ারি, “মানুষ পরিবর্তন চায়। আর বাংলার পরিবর্তন সম্ভব একমাত্র বিজেপির হাত ধরেই।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোট যতই ঘনিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। মহাগুরুর এই মন্তব্য সেই উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।