মানবিকতার ছোঁয়ায় স্বাস্থ্যসেবা—বিনামূল্যে চিকিৎসা শিবির গ্রীন ভ্যালির উদ্যোগে

জলপাইগুড়ি, ২৮ জুলাই : স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করল। রবিবার শহরের একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় সংগঠনের নিজস্ব অফিস প্রাঙ্গণে আয়োজিত হল এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

উক্ত শিবিরে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন এবং নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ লাভ করেন।
বিশিষ্ট চিকিৎসকদের একটি টিম—ডা. সৌভিক চ্যাটার্জি, ডা. সঞ্জয় বল, ডা. রক্তিম করাতি ও ডা. সৌমেন সাহা—রোগীদের বিভিন্ন সমস্যা শুনে সৎ ও সচেতন পরামর্শ প্রদান করেন।

সংগঠনের সম্পাদক পাপ্পু শীল বলেন, “আজ বহু সাধারণ ও অসহায় মানুষ চিকিৎসা পরিষেবা ও ওষুধ পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে। এটি আমাদের কাছে গর্বের বিষয়।”

চিকিৎসক ডা. সৌমেন সাহা বলেন, “এই ধরনের ক্যাম্প সাধারণ মানুষের চিকিৎসা সচেতনতা বাড়াবে, পাশাপাশি প্রাথমিক রোগ নির্ণয়ে কার্যকর হবে। এমন উদ্যোগ বারবার প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দারা গ্রীন ভ্যালির এই মানবিক প্রয়াসকে সাদরে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের হেলথ ক্যাম্প যেন আরও ঘনঘন আয়োজিত হয়, যাতে আর্থিক কারণে চিকিৎসা থেকে পিছিয়ে থাকা মানুষদের উপকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *