শিলিগুড়ি : চুরি কিংবা হারানো—স্মার্টফোন হারালে শুধু একটি ডিভাইস নয়, হারায় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্মৃতি, যোগাযোগের সূত্রও। সেই স্মৃতি ও সংযোগ আবার ফিরিয়ে দিল মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ এই থানার এক উদাহরণযোগ্য মানবিক উদ্যোগে সম্প্রতি উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোন তুলে দেওয়া হল তাদের প্রকৃত মালিকদের হাতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে মাটিগাড়া থানা এলাকায় বিভিন্ন সময়ে ফোন হারানোর বা চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল। পুলিশ আধুনিক প্রযুক্তির সাহায্যে, টেকনিশিয়ান ও তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে ফোনগুলির অবস্থান শনাক্ত করে বিভিন্ন স্থান থেকে সেগুলি উদ্ধার করতে সক্ষম হয়।
সম্প্রতি থানায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফোনগুলি ফেরত দেওয়া হয় মালিকদের। বহু মানুষ মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে ধন্যবাদ জানান পুলিশকে।

এই বিষয়ে থানার এক আধিকারিক জানান, “একটি ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেকের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য, স্মৃতি ও প্রয়োজনীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছি, এবং ভবিষ্যতেও এভাবেই নাগরিকদের পাশে থাকতে চাই।”
সাধারণ মানুষ ও স্থানীয় বিশিষ্টজনেরা এই মানবিক এবং দায়িত্ববান পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, পুলিশের এমন তৎপরতা আইন-শৃঙ্খলা রক্ষার বাইরেও মানুষের প্রতি এক গভীর দায়িত্ববোধের পরিচয় দেয়।