২১ চুরি হওয়া সাইকেলসহ যুবক গ্রেপ্তার; বাগডোগরা পুলিশের সাফল্য

বাগডোগরা : দীর্ঘদিন ধরে সেনাবাহিনী এলাকা সহ আশপাশের অঞ্চল থেকে একের পর এক নামিদামি সাইকেল উধাও হচ্ছিল। অবশেষে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ফাঁস হলো সাইকেল চুরির চক্র। পুলিশ ২১টি চুরি যাওয়া সাইকেলসহ রবি লোহার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

ধৃতের বাড়ি বাগডোগরার কমলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, রবি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরি করে কম দামে বিক্রি করত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে ২১টি সাইকেল উদ্ধার করে।

21 youths arrested with stolen bicycles; Bagdogra police's success

এদিনই অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তাকে রিমান্ডে নিয়ে গোটা চক্রের পেছনের রহস্য উদঘাটনে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *