জলপাইগুড়ি : বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে রবিবার জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। আয়োজনে ছিল বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উদযাপন কমিটি, এসএফআই ও ডিওয়াইএফআই। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।

প্রতিযোগিতায় ছোটদের জন্য বিষয় ছিল “যেমন খুশি”, মাঝের শ্রেণির জন্য “সকলের শিক্ষা”, উচ্চশ্রেণির জন্য “সম্প্রীতি” এবং বড়দের জন্য “পরিবেশ – বিশ্ব উষ্ণায়ন”। আয়োজকদের বক্তব্য, শিশুদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি উন্মোচনের জন্যই এই উদ্যোগ।

আয়োজকদের তরফে এক প্রতিনিধি জানান, “শিশুরা শুধু ছবি আঁকেনি, বরং তাদের কল্পনা আর বার্তা দিয়ে সমাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু বলেছে”।