জলপাইগুড়ি : হেপাটাইটিস ও লেপ্টোস্পাইরোসিসের জোড়া সংক্রমণে বিপর্যস্ত রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের চেকরমারি ও আশপাশের এলাকা। আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা অন্তত ১ বলে দাবি স্থানীয়দের। সোমবার বিকেলে আক্রান্তদের খোঁজ নিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছান তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। কিন্তু হাসপাতালের ওয়ার্ডেই রোগীর আত্মীয় ও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি।

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, চেকরমারি গ্রামে একটি মুরগির হ্যাচারি থেকে মাছির উপদ্রব ছড়াচ্ছে, আর সেখান থেকেই রোগ সংক্রমণের আশঙ্কা। বহুবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ উগরে দেন তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, এক গুরুতর অসুস্থ শিশুর মা সরাসরি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বলেন—“হ্যাচারি বন্ধ করুন, নয়তো এখনই গদি ছাড়ুন।”
এদিকে আক্রান্ত এলাকায় বসানো হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প, চলছে রক্ত পরীক্ষা ও চিকিৎসা। আক্রান্তদের কেউ কেউ ভর্তি আছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালেও। প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা পোলট্রি ফার্মের বর্জ্য ও জল নমুনা সংগ্রহ করেছে পরীক্ষার জন্য।
গ্রামবাসীদের দাবি, দ্রুত ওই হ্যাচারি বন্ধ করে অন্য কোনও কোম্পানি বা প্রকল্প চালু করতে হবে, নইলে তারা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবেন।