মরণোত্তর দেহদান পরিকাঠামো উন্নয়নে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর স্মারকলিপি প্রদান

জলপাইগুড়ি : মরণোত্তর দেহদান ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন ও মৃতদাতার পরিবারের প্রতি যথাযথ সহযোগিতার দাবিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের হাতে স্মারকলিপি তুলে দিল জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী।

উল্লেখযোগ্য, নাট্যগোষ্ঠীটি গত এগারো বছর ধরে নতুন প্রজন্মকে মঞ্চনাটক, শিশু নাটক ও আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক চর্চায় যুক্ত রাখার পাশাপাশি বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, ডাইনি হত্যা, শিশু শ্রম, স্বাস্থ্য সচেতনতা, পথ নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দেহদান বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পথনাটক ও সামাজিক উদ্যোগ চালিয়ে আসছে।

বৃহস্পতিবার জেলার নাট্য, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি—অবিলম্বে দেহ গ্রহণের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, এবং সেই পরিকাঠামো না হওয়া পর্যন্ত দানকৃত দেহ সংরক্ষণ করে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য উপযুক্ত স্থানে প্রেরণের ব্যবস্থা করা হোক।

এদিন উপস্থিত ছিলেন মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সম্পাদিকা মৌসুমী কুন্ডু, নির্দেশক রিনা ভারতী, সদস্য জাতীশ্বর ভারতী সহ অন্যান্য সদস্যরা এবং জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *