জলপাইগুড়ির ফাটাপুকুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-খালাসীর

পজলপাইগুড়ি, ১৭ আগস্ট : চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল জলপাইগুড়ি ফাটাপুকুর এলাকা। এদিন সকালে চা-পাতা বোঝাই একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের রেলিঙে জোরে ধাক্কা মারে। একই সময়ে অপর একটি পিকআপ ভ্যানও সজোরে দুর্ঘটনায় জড়িয়ে দুমড়েমুচড়ে যায়। ভয়াবহ সংঘর্ষে দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান উভয় ভ্যানের চালক ও খালাসী।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Horrific road accident in Jalpaiguri's Phatapukur; Driver and passenger narrowly escape death

স্থানীয়দের দাবি, ওই রাস্তায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *