হলদিবাড়ি : ট্রেন দুর্ঘটনার পরিস্থিতি কীভাবে দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যায়, সেই প্রস্তুতি নিতে হলদিবাড়ি স্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো বিশেষ মক ড্রিল। রেল সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় মূলত দ্রুত উদ্ধারকাজ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কৌশল অনুশীলন করা হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি নতুন কিছু নয়—সারা বছর ধরে নির্দিষ্ট সময় অন্তর মক ড্রিল আয়োজন করা হয়। কারণ যেকোনও সময় রেল দুর্ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে যেন কোনও খামতি না থাকে, তাই আগেভাগে প্রস্তুতি নেওয়া জরুরি। তবে হলদিবাড়ি স্টেশনে এই প্রথম এ ধরনের মহড়া অনুষ্ঠিত হওয়ায় তা ঘিরে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
এদিনের মক ড্রিলে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের এডিআরএম অজয়কুমার সিং, সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার অমিত সিং, NDRF-এর ডেপুটি কমান্ডার সঞ্জয় কুমার রঞ্জন সহ রেলকর্মী ও এনডিআরএফ সদস্যরা।
অজয়কুমার সিং, এডিআরএম, কাটিহার ডিভিশন বলেন, “রেল দুর্ঘটনা যে কোনও সময় ঘটতে পারে। তাই প্রস্তুতি থাকা খুব জরুরি। এই ধরনের মহড়া আমাদের দ্রুত উদ্ধারকাজে দক্ষ করে তোলে।”