ডুয়ার্সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; মৃত ৩; গুরুতর আহত ১২ শ্রমিক

ডুয়ার্স: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার গাঠিয়া এলাকায় সোমবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানে কাজে যাওয়ার পথে শ্রমিক বোঝাই একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভ্যানে থাকা শ্রমিকরা এদিক– ওদিক ছিটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ১২ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মোট প্রায় ২০ জন শ্রমিক ওই ভ্যানে ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সুলকাপাড়া হাসপাতালে উপস্থিত হন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। পরিস্থিতির গুরুতরতা দেখে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইরফান মোল্লা হোসেন নিজেও চিকিৎসা কাজে হাত লাগান। একসাথে এতজন শ্রমিকের আহত হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *